পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মেয়ে আপসানারা খাতুন ।আপসানারা ওরফে হেনা এখন রীতিমতো সুপরিচিত একটি নাম।কারণ হ্যান্ডবল টিমে ভারতীয় দলে নিজের নামটি অন্তর্ভুক্তি করতে পেরেছে এই মেয়ে। সেই কারণে রীতিমতো উচ্ছ্বসিত পরিবার এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাবাসীও।
আর ঠিক এই কারণে বিভিন্ন মানুষজন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে শুভেচ্ছা জানাচ্ছে কোলাঘাটের মেয়ে হেনাকে। আজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো প্রতিভাময়ী এই খেলোয়াড়কে।
কোলাঘাটের বড়িশা গ্রামে আফসানারা ওরফে হেনার বাড়িতে এদিন যায় তৃণমূল যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল।তাদের তরফে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় ভারতীয় হ্যান্ডবল দলের প্রতিভাময়ী এই খেলোয়াড়কে।
Author: ekhansangbad
Post Views: ১১২