গ্রাহকস্বার্থ বিরোধী স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত বাতিল, বিদ্যুতের ক্ষেত্রে ফিক্সড চার্জ দ্বিগুন ও মিনিমাম চার্জ তিনগুন এবং ডিস কানেকশন ও রি কানেকশন চার্জ পাঁচগুন বৃদ্ধির বিরুদ্ধে ২০ ডিসেম্বর, কলকাতায় বিদ্যুৎমন্ত্রীর দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়েছে।
ওই কর্মসূচীর প্রস্তুতিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র মাইশোরা আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ মনসাপুকুরহাট বাজার কমিটির অফিসে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিভূতি সামন্ত। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহঃ সভাপতি অসিত রায়, যুগ্ম সম্পাদক স্বপন খাঁড়া ও নিমাই বেরা প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ১১২