Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূলের শ্রমিক সংগঠনের জন্মদিন পালিত হল।

প্রদীপ কুমার সিংহ:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় শ্রমিক সংগঠনে জন্মদিন পালিত হল বারুইপুরে। বারুইপুর পদ্ম পুকুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটি ইউসির সভাপতি সুশান্ত মন্ডল ও শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আশিস দেবরায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন।
তৃণমূলের শ্রমিক সংগঠনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অটো, টোটো,ভ্যান, রিক্সা ইউনিয়নেরপক্ষ থেকে বারুইপুর পদ্মপুকুর সোনার তরী থেকে বারুইপুর রসমাঠ পর্যন্ত একটি মিছিল হয় শনিবার দুপুরে। সেই মিছিলে অংশগ্রহণ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্য ও প্রানি দফতরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লকের সভাপতি সুশান্ত মন্ডল বারইপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আছিস দেব রায় সহ বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌর মাতা সো বারুইপুর ব্লকের আইএনটি নেতাও প্রায় ৩০০ শ্রমিক সংগঠনের কর্মীরা।
বারুইপুর শহর আইএন টি টি ইউ সি সভাপতি আশীষ দেব রায় বলেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা দেয় না প্রায় দু বছর ধরে,১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না তার বঞ্চনার প্রতিবাদে, সংসদ থেকে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রকে অনৈতিকভাবে সাংসদ পদ খারিচ করার বিরুদ্ধে জন্য এই মিছিল হয়।
তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার যদি আগামী দিনকে এই আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা না দেয় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read