এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের একশ দিনের পূর্তিতে কোলাঘাটের প্রার্থী কোলাঘাটের কোদালিয়ার বাসিন্দা রাসমণি পাত্র মস্তক মন্ডল করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রতিবাদকে সমর্থন জানিয়ে মস্তক মণ্ডন করলেন খেজুরির বিএম ইনস্টিটিউটের শিক্ষক দেবাশীষ জানা মস্তক মন্ডল করে এই আন্দোলনকে সমর্থন জানালেন। তিনি জানিয়েছেন আর যারা চাকরির জন্য আন্দোলন করছেন এভাবে প্রতারিত বহু যুবক রয়েছেন।
তাদের চাকরি অবশ্যই হওয়ার প্রয়োজন। আজ তার প্রতিবেশীরা এই পরিস্থিতির শিকার হচ্ছেন। আগামীকাল এই পরিস্থিতির শিকার হবেন না তার পরিবারের সন্তানের তার কি নিশ্চয়তা আছে। সেই কারণে তিনি মস্তক মণ্ডন করে রাসমণি পাত্রের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এই বিষয়ে রাসমণি পাত্র কিছুই জানাতে চান নি। দেবাশীষ বাবুর এই প্রতীকী প্রতিবাদ কে এলাকার মানুষ সমর্থন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা গন বলেন দেবাশীষ বাবু শ্রদ্ধেয় শিক্ষক যা করেছেন সঠিক কাজই করেছেন যা করেছেন। যাকে তারা সমর্থন জানিয়েছেন।