মেষ : আজ আপনার ক্যারিয়ার গ্রাফ নিম্নমুখী।কাজে উন্নতি চাইলে কাজের পদ্ধতির মধ্যে আধুনিকতা আনতে হবে।অস্বস্তি আপনার মানসিক শান্তি নষ্ট করবে। তবে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য বন্ধুর সহায়তা পেতে পারেন। দুশ্চিন্তা কাটাতে গান শুনুন। তবে যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে পারবেন।
বৃষ: নিজেই নিজের মূল্যায়ন করলে লাভজনক হবে। ধৈর্য ও সংযত আচরণ বিশেষ জরুরী। আপনার কঠোর পরিশ্রম কাজের জায়গায় শুভ ফল দেবে। প্রেজেন্টেশন দেবার আগে নিজের বক্তব্য গুছিয়ে নিন। প্রেম শুধু কল্পনায় নয় বাস্তব জীবনেও ধরা দেবে।
মিথুন: নিরন্তর উদ্যম সাধারণ বুদ্ধি ও বোধশক্তি সাফল্য নিশ্চিত করবে। আর্থিক লেনদেন ভালো থাকায় দিনের শেষে যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে পারবেন। ইলেকট্রনিক্স গেজেট এর প্রতি আসক্তি কিন্তু বিপদ ডেকে আনতে পারে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বিষয়ে মন্তব্য না করাই ভালো।
কর্কট: আপনার ইতিবাচক চিন্তা পজেটিভ এনার্জি এনে দেবে। এর ফলে আপনি যে কোন কাজে সফল হতে পারবেন। অর্থনৈতিক দিকেও বিশেষ সুফল পাবেন। ধার দেওয়া টাকা ফেরত পাবার প্রবল সম্ভবনা। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ চমৎকার দিন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দরকার
সিংহ: জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকলেও শেষের দিকে চাপ বাড়তে পারে। পেশার জন্য দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে ঋণ নিতে হতে পারে। শেয়ার বাজারের লগ্নী করার আগে যথেষ্ট সতর্ক থাকুন। তবে ঝুঁকি নিয়ে ইনভেস্ট করবেন না
কন্যা: কাজের জায়গায় যথেষ্ট এনার্জেটিক থাকার চেষ্টা করুন। আজ আপনার ক্যারিয়ার গ্রাফ উর্ধ্বমুখী। আজ যে কাজই করুন না কেন সাফল্য নিশ্চিত। যারা লেখাপড়ার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। ছাত্র-ছাত্রীরা কম্পিটিটিভ এক্সজ্যামেও ভালো ফল করবে।
তুলা: কাজের জায়গায় কোন চমকপ্রদ পরিবর্তন আসতে পারে। কাজের চাপে ব্যস্ত থাকলেও শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। দীর্ঘমেয়াদী সঞ্চয় আমানতে অর্থ বিনিয়োগ করুন। চেনা বন্ধু হলেও সব ক্ষেত্রে ভালোবাসা দেখানো ঠিক নয় উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে
বৃশ্চিক: আপনার প্রাণোচ্ছল আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। ব্যবসায়ীদের জন্য আজ অত্যন্ত লাভজনক দিন। কাজের ক্ষেত্রে দারুন কিছু হতে পারে। অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করবেন না। সঙ্গীকে খুশি রাখলে বিবাহিত জীবনের সেরা দিন উপভোগ করতে পারবেন
ধনু: খুশির মুহূর্তগুলি পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিন। বাজি বা জুয়া খেলায় অর্থ লাগালে ক্ষতির মুখে পড়তে হবে। কাজের ক্ষেত্রে সহকর্মীরা সর্বতোভাবে সহযোগিতা করবেন। কোন ঘনিষ্ঠ বন্ধু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বানচাল করে দিতে পারে
মকর: নিজেকে সময় দেওয়া খুবই জরুরী। আজকের প্রেজেন্টেশন আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য বিশেষ লাভদায়ক হবে। আর্থিক দিকে মিশ্র ফল পাবেন ।বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না।সঞ্চয় এর পরিকল্পনা করা ভীষণ জরুরি
কুম্ভ: আজ কর্মব্যস্ত দিন উপভোগ করবেন। কাজের ক্ষেত্রে উপকারী সহকর্মীর কৃতজ্ঞতা স্বীকার করুন। প্রিয়জন কিছু বিশেষ দাবী রাখতে পারে আপনার কাছে। কাজের জায়গায় বিনম্র ব্যবহার আপনাকে বিশেষ কিছু সুবিধা দিতে পারে
মীন: সেভিংসের ব্যাপারে পরিবারের বয়স্কদের পরামর্শ নিন। অফিসে পরিস্থিতি বুঝে নিজের ব্যবহার স্থির করুন। কাজের চাপে ডিপ্রেশন আসতে পারে। দিনের শেষে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে সচ্ছন্দ বোধ করবেন