পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত জানুবসান গ্রামের ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আজ ১০ দিন নিখোঁজ। আর যার কারনে মহিলার শ্বশুর ও বাপের বাড়ির দুই পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
জানা গেছে প্রায় ৮ বছর আগে জানুবসান গ্রামের সমাজসেবী ভীম পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত পোলন্দা গ্রামের মৌমিতা সামন্ত। বর্তমানে এই দম্পতির একটি ৬ বছরের মেয়ে রয়েছে, পাশাপাশি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মৌমিতা।
তার স্বামী ভীম পাত্র জানান,গত ৪ ডিসেম্বর দুপুর ২টা নাগাদ বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।তারপর থেকেই মোবাইলের সুইচ বন্ধ।ভীম বাবুর কথায়,সন্ধ্যা পর্যন্ত কোন খবর না পাওয়ায় পরে তমলুক থানায় তাঁরা অভিযোগ দায়ের করেন ।
পুলিশে অভিযোগের পরেও নিখোঁজ এই গৃহবধূ ১০ দিন কেটে গেলেও খোঁজ না পাওয়ায় উদ্বিগ্নে রয়েছে গৃহবধূর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা।