পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতির উদ্যোগে আজ বিকালে ফুলবাজারের নীলাম কেন্দ্রে ফুলব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তথা তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান,আহ্বায়ক জেলা উদ্দ্যানপালন দপ্তরের আধিকারিক ,সদস্য সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য মানস পন্ডা,ব্লকের বিডিও অমিত মন্ডল প্রমুখ। বন্ধ থাকা পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরটি চালু সহ বাজারের সামগ্রিক উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ২০০১ সালে জেলার ফুলচাষীদের আন্দোলনের ফলে তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে বাজারটি চালুর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দপ্তরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। ২০০৪ সালে সেই সময়কার বিভাগীয় মন্ত্রী শৈলেন সরকার বাজারটি উদ্বোধন করেন। এর কয়েক বছর পর বাজারটি নানা কারনে কার্যত বন্ধ হওয়ার সম্মুখীন হলে ২০১২ সালে ফের বাজারটি নবরূপে চালু করার উদ্যোগ নেওয়া হয়। হিমঘর চালু হয়। ইতিমধ্যে লকডাউন পিরিয়ডে হিমঘরের বাইরের দিকের যন্ত্রাংশ চুরি হয়ে গেলে হিমঘর বন্ধ হয়ে যায়। অবিলম্বে হিমঘর চালু সহ বাজারটি পূর্ণাঙ্গ রূপে চালুর দাবিতে ফুলচাষী সমিতির পক্ষ থেকে বিভাগীয় দপ্তরের মন্ত্রী, আধিকারিক সহ জেলার কর্তাব্যক্তিদের কাছে দরবার করা হলে প্রশাসন নড়েচড়ে বসে।