হলদিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার আগেই আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো হলদিয়া রেল পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাচক রেলস্টেশনের কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে রেল পুলিশ আটক করে। তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রেল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার নাম এম বি আব্দুল্লাহ। সে জানিয়েছে তার বাড়ি বিহারে।
রেল পুলিশ তাকে পাকড়াও করে হলদিয়া মহকুমা আদালতে তোলে।বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলা হাজতের নির্দেশ দেয়ন।এই ঘটনায় হলদিয়া শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেল পুলিশের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।তদন্ত নেমেছে রেল পুলিশ। এই ঘটনার পর জেলা পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। নিরাপত্তা ব্যবস্থাকে অটো সাঁটো করতে ব্যস্ত হয়ে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ১১৪