প্রদীপ কুমার সিংহ :- গড়িয়ায় আত্মঘাতী যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী। টেস্টে পাশ করতে না পারায় গড়িয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী। নাম স্নেহা মুন্ডা। বাড়ি নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ায় অঞ্চলের ঢালুয়া এলাকায় । বাবা আগেই মারা গিয়েছেন। মা ও দুই বোন থাকত। বৃহস্পতিবার স্কুলে টেস্টের রেজাল্ট বের হয়। বাড়িতে স্নেহা জানায় সে পাশ করেছে। মা রেজাল্টের ছবি তুলে আনতে বলে। ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য টাকাও নেই। সেই টাকায় ফর্ম ফিলাপ না করে বিরিয়ানি কিনে আনে স্নেহা। স্নেহা বিরিয়ানি খেতে ভালোবাসত বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। মা রেল দপ্তরের চাকরি করেন। শুক্রবার স্নেহার মা কাজে চলে যাওযায় বাড়ি ফাঁকাই ছিল। মাকে ফোনও করে। ফ্ল্যাটেই ওড়না দিয়ে আত্মঘাতী হয় স্নেহা। এই দিন রাতে কাজ সেরে স্নেহার মা বাড়িতে ঢোকার সময় দেখেন ফ্ল্যাটের দরজা খোলা।
ঢুকেই মেয়েকে ঘরলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে।এই অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। প্রতিবেশীরা দৌড়ে আসে। পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ বাড়ি থেকে স্নেহাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । নরেন্দ্রপুর থানার পুলিশ স্নেহার নিথর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় দুপুরে । নরেন্দ্রপুর থানা পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।