মেষঃ সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। নিজের ভুল শুধরে নিয়ে সমঝোতায় আসুন। স্ত্রী জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করবেন। ব্যবসা খুব ভাল যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে।স্বাস্থ্য ও আর্থিক দিকেও সমতা থাকবে
বৃষঃ আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধ ও উষ্ণ হৃদয় সঙ্গীকে খুশি দেবে। আজ আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে পারে। স্ত্রীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন
মিথুনঃ প্রিয়জনের উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। স্ত্রী অসাধারণ না হলেও আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন। জমি বাড়িতে বিনিয়োগের ক্ষেত্রে আজ চমৎকার দিন
কর্কটঃ কাজের ক্ষেত্রে খানিকটা দ্বিধাগ্রস্ত হতে পারেন।এখনকার এই দ্বিধাও খুব শিগগিরই কেটে যাবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মন খুলে কথা বলা দরকার। সিঙ্গলরা বিশেষ কাউকে খুঁজে পেতে পারেন আজ। টাকাপয়সার ব্যাপারে বেশি লাভের মোহে পড়লে ক্ষতি হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহঃ আজ ইনভেস্ট না করাই ভালো। কাজে উৎসাহের অভাব অনুভব করতে পারেন। পারলে একদিন ছুটি নিন। শরীরের দিকে লক্ষ রাখা দরকার। সিঙ্গলরা কোনও আকর্ষক ব্যক্তিত্বের মানুষের দেখা পাবেন। ম্যারেডরা কোনও কারণে হাজব্যান্ড বা ওয়াইফকে সন্দেহের চোখে দেখবেন।
কন্যাঃ যারা চাকরি করছেন, কাজের জায়গায় কিছুটা সোশ্যালাইজ করার চেষ্টা করুন। বেকাররা ইন্টারভিউ কল পেতে পারেন। গলা ব্যথার সমস্যা হতে পারে। কাছের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে। বিরক্তি কাটিয়ে ম্যাচিওরড হতে পারলে দু’জনেই ভালো থাকবেন। কিছু বাড়তি রোজগার হতে পারে আজ।
তুলাঃ আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়তে পারে। নিজের জন্য একান্তে সময় কাটান । নিজে থেকে উদ্যোগ নিলে বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। ভালোবাসার মানুষের থেকে দূরে সরে না গিয়ে তাকে কাছে টেনে নিন
বৃশ্চিকঃ সময়টা টাকা পয়সার দিক দিয়ে ভালো নয়। আগের সঞ্চয় কাজে লাগতে পারে। সিঙ্গলরা অল্পস্বল্প ফ্লার্ট করবেন। ম্যারেডদের জন্য দিনটা রোম্যান্টিক। কাছাকাছি ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। শরীর ভালো থাকবে।
ধনুঃ কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। ম্যারেড লাইফ দারুণ উপভোগ করবেন আজ। সিঙ্গলরা প্রেমে পড়তে পারেন। কোনও খাবার থেকে এলার্জি হতে পারে। তাই সতর্ক থাকুন। কিছুটা বিশ্রামের দরকার। আপনার কোনও বন্ধুর ইমোশনাল সাপোর্ট দরকার হতে পারে। তাকে সাহায্য করুন।
মকরঃ প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটান। আইনি বিষয়েও শুভ ফল। তবে ঋণের ঝুঁকি এড়িয়ে চলুন। বাবা মায়ের শারীরিক অবস্থার উন্নতি। আর্থিক নিয়ন্ত্রণের অভাবে ধারের সম্ভাবনা। ব্যাবসায় উন্নতি হতে পারে।
কুম্ভঃ রিলেশনশিপের ব্যাপারে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্তে যাবেন না। অনেকদিন ধরে ফিজিকালি ফিট থাকার জন্য যে রুটিন শুরু করার কথা ভেবেছেন, আজ তা শুরুর পক্ষে ভালো দিন। কাজের জায়গায় সংস্থার নিয়ম মেনে চলুন। অন্যদের চেয়ে এগিয়ে থাকার চেষ্টায় নিয়ম ভাঙলে বিপদে পড়বেন।
মীনঃ প্রেমের সম্পর্ক ভাল থাকবে না। বিবাহিত জীবনেও স্ত্রীর থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা। কোন বিশ্বস্ত বন্ধুর সহায়তায় দাম্পত্য সম্পর্কে উন্নতি হতে পারে।। বয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্যের যত্ন নিন। অর্থ লগ্নি করার আগে সচেতন হন