Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধাখালীতে দ্বাদশতম কৃষিমেলায় তৃতীয়দিনে কৃষিপ্রেমী-র সাহিত্যবাসর।

মাধাখালীতে দ্বাদশতম কৃষিমেলায় তৃতীয়দিনে সাহিত্য বাসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক পার্থসারথি দাশ৷ কৃষক পরিবারের সাহিত্য পত্রিকা কৃষিপ্রেমী পত্রিকা উদ্বোধন করেন কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল৷ অন্যান্য কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন অধ্যাপক রণজিৎ কুমার নায়েক, অজিতকুমার জানা, সমরেশ সুবোধ পড়িয়া, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, শুভাশিষ আচার্য, মহম্মদ আজিজ, অমলেশ মাইতি, বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, সুভাষ ঘোড়ই, কালিপদ মাইতি, রবীন্দ্রনাথ দাস অধিকারী, শ্রীমন্ত দাস, কেশবচন্দ্র প্রধান, তপন কুমার জানা, ভূপাল কুমার মাইতি, গোকুল ভূঞ্যা, মধুমিতা গিরি, অনিল সাহু, ধৃতিরূপা ত্রিপাঠী, প্রদীপ শাসমল, স্বপন কুমার প্রধান, অশোক কুমার গিরি, অশোক কুমার আদক, মহামায়া গোল, চন্দন মাইতি, হরিপদ পন্ডা, বিবেকানন্দ শাসমল, দেবাশীষ গীর গোস্বামী প্রমুখ লেখকগণ৷

কবি সমরেশ সুবোধ পড়িয়া মহোদয়ের সম্পাদনায় কৃষক পরিবারের সাহিত্য পত্রিকা কৃষিপ্রেমী- একাদশতম সংখ্যায় কৃষি কৃষক ও কৃষিমেলা বিষয়ক লেখা প্রকাশিত হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামাপদ রাণা ও কবি অজিতকুমার জানা৷ উপস্থিত সকলকে মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওমপ্রকাশ মাইতি ও সচ্চিদানন্দ জানা৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read