রামনগর বিধানসভার বাধিয়া অঞ্চলের কান্ডগ্রামে আজ দুপুরের দিকে আগুন লাগে। খড়ি জঙ্গলে আগুন দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা।পুড়ে ছাই কয়েক বিঘা খড়ির জঙ্গল। আজ অজ্ঞাত কারণে আগুন লেগে যায় খড়ির জঙ্গলে। আগুন লাগার ফলে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন খড়ি চাষীরা। নিজেরা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। রীতিমত এলাকায় চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একদিকে খড়ির দাম কম অন্যদিকে খড়ির বাগান পুড়ে ছাই হয়ে যাওয়ায় রীতিমতো মাথায় হাত চাষীদের। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ইঞ্জিন। কিছুদিন আগে উত্তর বাধিয়ায় ঘড়ির জঙ্গলে আগুন লাগায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘড়ির ছাই উড়ে আসতে দেখে মানুষেরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।আজও একই চিত্র ধরা পড়লো।
পরবর্তীকালে জানা যায় খড়ির জঙ্গলেই আগুন লেগেছে। বাধিয়ার কান্ডগ্রামে বিস্তীর্ণ এলাকার মানুষ এই খড়ি চাষের উপর নির্ভরশীল। তাদের মূল জীবিকা হল এই খড়ি চাষ। বিস্তীর্ণ এলাকায় খড়ির বাগান পুড়ে যাওয়ার ফলে চাষিরা রীতিমতো দিশেহারা।
দমকলের কয়েকটি ইঞ্জিন আসার চেষ্টা করছে ওই এলাকায়। কয়েকটি দমকল এলেই পুরোপুরি নেভানো যাবে এই আগুন।