পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের প্রশাসনিক দপ্তরের ছাদের মাথায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সরকারি টাকায় কেনা সবুজ সাথীর সাইকেল।
রোদ, বৃষ্টি ও জল লেগে সবুজ সাথীর সাইকেল গুলি জং ধরে একেবারেই জরাজীর্ণ দশা। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং বিডিও দূর্গাপ্রসাদ ঘোষের কাছে এই বিষয়ে জানতে চাইলে প্রত্যেকে বিষয়টি এড়িয়ে যান।
প্রশ্ন উঠেছে সাইকেলগুলি স্কুলের রিকুইজিশন মত বানানো হলে ডিস্ট্রিবিউশন করা হয় নি কেন ? যদি রিকুইজিশন এর থেকে হিসাব বহির্ভূত সাইকেল বানানো হয়ে থাকে ,তবে কেন বানানো হয়েছিলো ? প্রশ্ন এগুলোকে জং ধরিয়ে কিলো হিসাবে বিক্রি করার কেন ছক কষা হয়েছিলো? এই গাফিলতির পেছনে কে বা কারা রয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
Author: ekhansangbad
Post Views: ১২০