Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বর্নব্যবসায়ী খুনে যুক্ত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবীতে ডেপুটেশন।

স্বর্নব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত এক দুষ্কৃতকারী ছাড়া অন্য খুনীদের ঘটনার ১ মাস পর আজো পুলিশ ধরতে পারে নি। অবিলম্বে ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার, অস্থায়ী পুলিশ পিকেট বসানো,পরিবারের লোকজন সহ এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ৬ দফা দাবীতে ‘নাগরিক সুরক্ষা কমিটি’র পক্ষ থেকে আজ সকালে কোলাঘাট থানায় ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি প্রতাপ সামন্ত, সহঃ সভাপতি মধুসূদন বেরা প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমীরের বাবা সুকুমার পড়িয়া,ভাই সুভেন্দু পড়িয়া,কাকা তপন ও লব পড়িয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, উপরোক্ত দাবীতে এলাকার নাগরিক সমাজের উদ্যোগে এক নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে গঠিত হয়েছে”নাগরিক সুরক্ষা কমিটি”। কমিটির পক্ষ থেকে বরদাবাড় বাজারে মোমবাতি মিছিল ও বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়েছে।


ডেপুটেশন শেষে নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন, নৃশংস ওই খুনের সাত দিনের মাথায় পুলিশ হাওড়ার শ্যামপুরের বাসিন্দা সেখ ঈশা হক নামে এক খুনীকে মহিষাদল থেকে গ্রেফতার করলেও ঘটনার ১ মাস পরও বাকীরা অধরা। অতি সত্বর অন্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। পাশাপাশি ওই দাবী সহ জিঞাদা-দেউলবাড়-পদমপুর-জেলেপাড়া-বরদাবাড়ে হাইমাস্ট লাইট ও বাকী অংশে স্ট্রীট লাইট সহ গুরুত্বপূর্ন স্থানে সি সি ক্যামেরা লাগানো,দেউলবাড় সবিতা রাইস মিল সংলগ্ন স্থানে বাসের স্টপেজ দেওয়া,মেচগ্রাম থেকে কোলাঘাট পর্যন্ত এলাকায় সমস্ত ধরনের চোরাকারবারীদের দৌরাত্ম্য বন্ধ, এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো সহ বর্তমানে অস্থায়ী পুলিশ পিকেট বসিয়ে নাগরিকদের নিরাপত্তার বন্দোবস্ত, মদ-জুয়া-সাট্টা-লটারী সহ সমস্ত বেআইনী কারবার বন্ধ প্রভৃতি দাবীতে নাগরিকদের আন্দোলন চলবে বলে নারায়নবাবু জানান।
অন্যদিকে মৃত সমীরের বাবা সুকুমার পড়িয়া বলেন, পুলিশের উপর আস্থা রেখেছি। আরও কিছুদিন দেখব। তারপর প্রয়োজনে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read