শ্রমকোড বাতিল,বেসরকারীকরণ বন্ধ,ন্যূনতম মজুরী ২৮ হাজার টাকা,বন্ধকারখানা খোলা,স্থায়ী কাজে ঠিকা প্রথা রদ,ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ,স্কীম ওয়ার্কার্সদের সরকারী কর্মীর স্বীকৃতি,অসংগঠিত সহ সকল ক্ষেত্রের শ্রমিকদের মজুরিবৃদ্ধি, পেনশন এবং সামাজিক সুরক্ষার দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ.আই.ইউ.টি.ইউ.সি.’র পক্ষ থেকে ১৫-২১ ডিসেম্বর’ ২৩ সারা ভারত “দাবি সপ্তাহ” পালন কর্মসূচীর সমর্থনে আজ সকালে কোলাঘাট থার্মাল প্ল্যান্টের গেটে এক প্রতিবাদ সভা হয়।
বিদ্যুৎ-কর্মীদের বুকে দাবি ব্যাজ লাগান সংগঠনের কর্মীরা। একসাথে গেট মিটিং-এ বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন বেরা,পাওয়ারমেন্স ইউনিয়নের পক্ষে কাশীনাথ বসাক ও রেলকর্মী সংগঠনের পক্ষে হেয়াতুল হোসেন। আগামী ২১শে ডিসেম্বর রাজ্যপাল ও রাজ্যের শ্রম-মন্ত্রীর কাছে গণ ডেপুটেশনে শ্রমিকদের অংশগ্রহণ করার জন্য বক্তারা আবেদন জানান।