Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধাখালী কৃষিমেলায় চতুর্থদিনে কৃষি বিষয়ক আলোচনা।

এক্তারপুর ঐক্য সম্মিলনীর পরিচালনায় মাধাখালীতে দশ দিনের কৃষিমেলার চতুর্থদিনে কৃষি বিষয়ক আলোচনা সভা হয়৷ সভাপতিত্ব করেন প্রাক্তন মৎস্য আধিকারীক অমলেশ মাইতি মহোদয়৷ প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী প্রাক্তন অধ্যক্ষ ড. রামচন্দ্র মন্ডল, অন্যান্য অতিথিগণ ছিলেন সুশ্রী সোনম হালসামা, অজিতকুমার জানা, গৌরচাঁদ পাত্র, সমরেশ সুবোধ পড়িয়া, গৌর আচার্য, কেশবচন্দ্র প্রধান, তাপস ঘোড়ই, মনোরঞ্জন মান্না, পান বিশেষজ্ঞ হরিপদ দোলাই সহ প্রায় চার শতাধিক কৃষকবন্ধুগণ৷

পৌষ্টিক গুণাবলী যুক্ত কৃষি উৎপাদনে কিভাবে লাভদায়ক হবে এবং ভবিষ্যতে খাদ্যসংকট দূর হবে তার বিস্তারিত আলোচনা করেন আলোচকগণ৷ কৃষকদের উন্নতমানের বীজ ও কীটনাশক এর কিট বিতরণ করা হয় ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামাপদ রাণা৷ মেলা কমিটির পক্ষ থেকে ওমপ্রকাশ মাইতি ও সচ্চিদানন্দ জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read