রাজ্যে সরকারের নির্দেশ মতো চলতি বছরের গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই মতো সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের নেগুয়া সুন্দরনারায়ণ হাইস্কুলের মাঠে শুরু হয়েছে দুয়ারে সরকার। এদিন দুপুরে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনির্বাণ কোলে।এছাড়া উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, বিডিও দূর্গাপ্রসাদ ঘোষ, জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান রোউপ হোসেন, উপ-প্রধান প্রতিভা দাস প্রমুখ। এদিন তাঁরা প্রত্যেকেই এই শিবিরটি ঘুরে দেখলেন। অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে ও বিধায়ক তরুণ কুমার মাইতি নেগুয়াতে দুয়ারে সরকার শিবিরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন
সরকারি সব রকম সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা তা মানুষের কাছে গিয়ে খোঁজ নিলেন তাঁরা।
এদিনের এই দুয়ারে সরকার প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। এবার দুয়ারে সরকার শিবির গুলিতে লক্ষীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা-সহ মোট ৩৬টি প্রকল্পের সুযোগ এখান থেকেই মিলবে। সাধারণ মানুষ এখান থেকেই সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে জানান স্থানীয় বিধায়ক।