প্রদীপ কুমার সিংহ :- বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় মুল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। মুল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওযায় ফুঁসছে গোটা এলাকা। জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর। দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারে তাদেরকে বারুইপুর মহাকুমা আদলাতে পেশ করে পুলিশের পক্ষ থেকে।
১৩ জনকে গ্রেফতার করেছে তার মধ্যে চারজনে মহিলা ও নয়জন পুরুষ। নয়জন পুরুষকে চারদিনে পুলিশে হেফাজতের নির্দেশ ও চারজন মহিলাকে ১৪ দিনে জেলায় নির্দেশ দেন মহামান্য বিচারক।
শনিবার রাতে এক ব্যক্তিকে তার বাড়ির কাছেই কুপিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের মদারাট পঞ্চায়েতের বলবন এলাকার ঘটনা। মৃতের নাম সাইদুল আলি শেখ। পেশায় গাড়ি চালক সাইদুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার চিকিৎসক তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে। পরে পরিবার সূত্রে খবর ওই ব্যক্তিকে কলকাতা একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করে। রবিবার ভোরে ওই ব্যক্তির সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়, ও পরিবারের সুত্রের খবর সাইদুল তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল।জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে করছেন কেউ কেউ। পরিবারের সদস্যের দাবি, এলাকার অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করত বলে সাইদুলকে হিংসা করত এলাকার কিছু লোকজন। তার জেরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।