ইন্দ্রজিৎ আইচ :- ব্যান্ডেল আরোহীর আয়োজনে শিশির মঞ্চে মঞ্চস্থ হলো তাদের দুটি নাটক শিউলি এবং মালাবদল। শিউলি টি লিখেছেন রজত ঘোষ। এক নারীর অবচেতন মনের অদ্ভুত বিচিত্র কাল্পনিক চিন্তা – ভাবনা নিয়ে এই নাটক ” শিউলি “। ভালো অভিনয় করেছেন এই নাটকে (চিন্ময়ী) সৌমী ঘোষ, (ভুবন) রঞ্জন রায় ও (হারান) দেবাশিস ব্যানার্জী। পরের নাটক টি বেশ মজার ” মালাবদল “।
এক বৃদ্ধ দম্পতির ৫০ বছরের বিবাহ বার্ষিকী পালন নিয়ে ভারী মজার নাটক। মালাবদল নাটক এবং তার মঞ্চ এবং আবহ করেছেন রঞ্জন রায়। দুটি নাটক পরিচালনার দায়িত্বে ছিলেন রঞ্জন রায়। সবমিলিয়ে দুটি ভিন্ন ধর্মী দুটি নাটক দর্শকদের নজর কেড়েছিল।
Author: ekhansangbad
Post Views: ২০২