Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজকের রাশিফল

মেষ: কাজের জায়গায় অপ্টিমিস্টিক অ্যাটিটিউড রাখুন। শরীর কিছুটা ভোগাতে পারে আজ। ছোট ছোট পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করতে থাকুন। ভালো অভ্যাস গড়ে তোলার ওপরে জোর দিন। জীবনের লং রানে এই ভালো অভ্যাসগুলোই আপনাকে এগিয়ে থাকতে সাহায্য করবে।



বৃষ: কাজের ক্ষেত্রে খানিকটা দ্বিধাগ্রস্ত হতে পারেন। বিরক্তি লাগলে একবার ভেবে দেখুন আজ পর্যন্ত কত বাধা আপনি পেরিয়ে এসেছেন। এখনকার এই দ্বিধাও খুব শিগগিরই কেটে যাবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মন খুলে কথা বলা দরকার। সিঙ্গলরা বিশেষ কাউকে খুঁজে পেতে পারেন আজ। টাকাপয়সার ব্যাপারে বেশি লাভের মোহে পড়লে ক্ষতি হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।


মিথুন: রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন। টাকার ব্যাগ বা দামি জিনিস সামলে রাখুন। জীবনসঙ্গীকে কিছুটা সময় দিন আজ। কিছু ভালোলাগার মুহূর্ত উপহার দিন। যারা চাকরি খুঁজছেন, আজকের দিন তাঁদের পক্ষে শুভ। কোনও ফিজিক্যাল এক্সারসাইজ রুটিন শুরু করতে পারেন আজ। কনফিডেন্স আজ আপনার সঙ্গে থাকবে।



কর্কট: স্নায়ুর চাপ একটু ভোগাতে পারে। ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ভাই বোনের সঙ্গে কিছুটা সময় কাটালে ভালো লাগবে। সিঙ্গলরা শিগগিরই তাঁদের বিশেষ মানুষটির খোঁজ পাবেন। যাদের সঙ্গী আছেন, তারা ডেটিংয়ে যেতে পারেন আজ। টাকাপয়সার ব্যাপারে ভাগ্যের কিছুটা সহায়তা পাবেন, কিন্তু ঝুঁকি না নেওয়াই ভালো। নতুন চাকরির সুযোগ আসতে পারে।


সিংহ: যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, নিজের ট্যালেন্ট প্রকাশের সুযোগ পাবেন। আগের কোনও ভালো কর্মের ফল মিলতে পারে আজ। সম্পর্কের ক্ষেত্রে অনেক রিল্যাক্সড ফিল করবেন। যতটা সম্ভব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। ডায়েট, বিশেষ করে ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার রাখুন।


কন্যা: নতুন সম্পর্ক গড়ে তোলার প্রথম ধাপে পা রাখতে পারেন আজ। কাজের জায়গায় দিনটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বসের সঙ্গে মন খুলে কথা বললে ক্ষতি নেই। তিনি আপনার সততার মূল্য বুঝবেন। ডায়েট প্ল্যানে যে হেলদি চেঞ্জ আপনি এনেছেন, তার কিছুটা সুফল দেখতে পেতে পারেন।


তুলা: আজ ইনভেস্ট না করাই ভালো। কাজে উৎসাহের অভাব অনুভব করতে পারেন। পারলে একদিন ছুটি নিন। শরীরের দিকে লক্ষ রাখা দরকার। সিঙ্গলরা কোনও আকর্ষক ব্যক্তিত্বের মানুষের দেখা পাবেন। ম্যারেডরা কোনও কারণে হাজব্যান্ড বা ওয়াইফকে সন্দেহের চোখে দেখবেন।


বৃশ্চিক: শরীর একটু ভোগাতে পারে, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। টাকাপয়সার ব্যাপারে আজ কোনও ঝুঁকি নেওয়া উচিত হবে না। কাজের জায়গায় আপনার উদ্যোগ অন্যদের নজর কাড়বে। সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যক্তিগত সম্পর্ক চরাই-উতরাইয়ের মধ্য দিয়ে যাবে। অন্যদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করতে পারেন।


ধনু: যারা চাকরি করছেন, কাজের জায়গায় কিছুটা সোশ্যালাইজ করার চেষ্টা করুন। বেকাররা ইন্টারভিউ কল পেতে পারেন। গলা ব্যথার সমস্যা হতে পারে। কাছের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে। বিরক্তি কাটিয়ে ম্যাচিওরড হতে পারলে দু’জনেই ভালো থাকবেন। কিছু বাড়তি রোজগার হতে পারে আজ।


মকর: একটু ক্লান্ত লাগলেও কাজ যতটা সম্ভব এগিয়ে রাখুন। সেল্ফ হেল্প ধরনের বই পড়তে পারেন। বারবার মন খারাপ হয়, এমন কোনও সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। নিজের ভালো থাকার বিষয়টা অগ্রাহ্য করবেন না। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন আজ।


কুম্ভ: কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। ম্যারেড লাইফ দারুণ উপভোগ করবেন আজ। সিঙ্গলরা প্রেমে পড়তে পারেন। কোনও খাবার থেকে এলার্জি হতে পারে। তাই সতর্ক থাকুন। কিছুটা বিশ্রামের দরকার। আপনার কোনও বন্ধুর ইমোশনাল সাপোর্ট দরকার হতে পারে। তাকে সাহায্য করুন।


মীন: সময়টা টাকা পয়সার দিক দিয়ে ভালো নয়। আগের সঞ্চয় কাজে লাগতে পারে। সিঙ্গলরা অল্পস্বল্প ফ্লার্ট করবেন। ম্যারেডদের জন্য দিনটা রোম্যান্টিক। কাছাকাছি ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। শরীর ভালো থাকবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read