গ্ৰন্থাগার দিবস উদযাপনকে সামনে রেখে মেদিনীপুর শহরের কৈবল্যদায়িনী কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিস কেন্দ্রীয় গ্ৰন্থাগার এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের যৌথ ব্যবস্থাপনায় “বিদ্যাসাগরের গ্ৰন্থ ও গ্ৰন্থাগার ভাবনা” শীর্ষক একদিবসীয় রাজ্যস্তরীয় আলোচনা সভা অনুষ্ঠিত হল মহাবিদ্যালয়ের রবীন্দ্র সার্ধ শতবার্ষিকী সভাগৃহে। চারা গাছে জল ঢেলে এই আলোচনা সভার উদ্বোধন করেন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত চক্রবর্তী । সেমিনারে মূল বিষয়ের উপর স্বাগত সূচক বক্তব্য রাখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আনন্দবাজার পত্রিকা, পোর্টট্রাস্ট, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রভৃতির সংস্থার প্রাক্তন গ্ৰন্থাগারিক সত্যব্রত ঘোষাল।
এই সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ বাণী রঞ্জন দে, মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এর বিভাগীয় প্রধান তথা মেদিনীপুর সমন্বয় সংস্থার সদস্য অধ্যাপক দুর্গা শঙ্কর রথ, মেদিনীপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা মেদিনীপুর সমন্বয় সংস্থার সদস্য অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, পাঁশকুড়া বনমালী কলেজের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর অধ্যাপক ডঃ বিশ্বরঞ্জন ঘোড়ই, পিংলা কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার দে প্রমুখ।মেদিনীপুর সমন্বয় সংস্থার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডঃ দুলাল চন্দ্র দাস। এই অনুষ্ঠানের ব্যবস্থাপক সম্পাদক তথা মহাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্ৰন্থাগারিক তথা মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার স্বাগত বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া।এই সভায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী সহ সমন্বয় সংস্থার প্রায় পঞ্চাশ জন সদস্য-সদস্যা যোগ দেন। এই আলোচনা সভায় একটি স্মরণিকা প্রকাশিত হয়।