নিখোঁজ গৃহবধূর দেহ বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ধান জমির মাঠ থেকে উদ্ধার হল শুক্রবার। এই ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি দুই দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মত গৃহবধূকে অপহরণ করে খুন করা হয়েছে। তারপর তার দেহ ধান জমির মাঠে ফেলে দিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে জুনপুট উপকূলীয় থানার পুলিশ এসে ফাঁকা মাঠ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে ওই গৃহবধূ দেশপ্রাণ ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েতের পূর্ব পুরুষোত্তমপুর গ্রামের সুশান্ত নায়কের স্ত্রী কল্পনা নায়ক (৫৫)। দুদিন ধরে নিখোঁজ ছিল গৃহবধূ কল্পনা নায়ক।
শুক্রবার সকাল দশটা নাগাদ বামুনিয়া গ্রামের বাসিন্দারা দেখতে পায় মাঠের মধ্যে গৃহবধুর সঙ্গা হীন দেহ পড়ে আছে। খবর জানাজানি হলে বহু মানুষ এসে জড়ো হয়। তারপর পুলিশে খবর দেওয়া হয়। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের ধারণা গৃহবধূকে অপহরন করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। মৃত্যুর রহস্য উদ্ধারে তদন্ত শুরু করেছে জুনপুট উপকূলীয় থানার পুলিশ। পরিবারের লোকের কোন মন্তব্য পাওয়া যায় না।