প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতি থেকে গ্রেফতার করে বাড়িপুর থানা পুলিশ তার কাছ থেকে একটি সিঙ্গেল ব্যারেল বড় বন্দুক ও তিনটি তাজা কার্টুন উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার এসআই অর্ণব চক্রবর্তী নেতৃত্বে পুলিশের একটি টিম বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর বেলেগাছি কানার মোড় থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম আজিজুল মোল্লা(৪২)। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানা অন্তত বারুইপুর উত্তর বেলেগাছি এলাকায়।
তার কাছ থেকে একটি বড় একনালা বন্দুক ও তিনটে তাজা কাতুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে আরো খবর আজিজুল বেশ কিছু মামলা জড়িত আছে। তার বিরুদ্ধে পুলিশ ২৫/২৭ আমস কেসের মামলা করেছে। বারুইপুর থানা পক্ষ থেকে মৃত ব্যক্তিকে আজ বাড়িতে মহাকুমা আদালতে তোলে। মহামান্য বিচারকের কাছে তাদের নিজেদের হেফাজতে থাকার জন্য রাখার জন্য আবেদন করে।