পূর্ব মেদিনীপুরে বিভিন্ন থানায় পুলিশি রদবদল নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
এস আই নাড়ুগোপাল বিশ্বাস ভগবানপুর থানার অফিসার ইনচার্জ পদে ছিলেন।তিনি যাচ্ছেন মহিষাদল থানার ইনচার্জ হিসেবে। অন্যদিকে, এস আই পার্থপ্রতীম মাইতি কাঁথি থানায় ছিলেন। তিনি যাচ্ছেন ডিআইবিতে। এস আই প্রলয়কুমার চন্দ্র ছিলেন মহিষাদল থানার ইনচার্জ। তিনি দায়িত্ব পেলেন মারিশদানার ইনচার্জ হিসাবে।
এএস আই প্রতিমা সাহু হলদিয়া মহিলা থানার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে জুনপুট কোস্টাল থানার ইফিসার ইনচার্জ হিসাবে। এস আই মলয় অধিকারী ছিলেন মহিষাদল থানায়। তাঁকে পাঠানো হচ্ছে ডিআইবিতে। এস আই দেবদ্রুত মণ্ডল ছিলেন মহিষাদলে। তাঁকে গেঁওখালি ফাঁড়িতে পাঠানো হচ্ছে।
পাশাপাশি এস আই এসকে আসিফউদ্দিন কাঁথি থানা থেকে হেঁড়িয়ার আইসি পদে যোগদান করবেন। এছাড়াও জেলা পুলিশের ক্ষেত্রে একাধিক স্তরে বদল এসেছে।
বিষয়টি নিয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, এটি রুটিন বদলি। কয়েকদিনের মধ্যে অফিসাররা তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন। নির্দেশিকা দিয়ে অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাটো করার লক্ষ্যে এই রদবদল।