পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন এক কর্মসূচীর মাধ্যমে শীতার্ত অসহায় ভবঘুরের পাশে থেকে কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করে তাঁদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলল।শুক্রবার এই কর্মসূচির মাধ্যমে তাঁরা অসহায় ভবঘুরে মানুষদের একদিন পাশে থেকে কম্বল ও খাদ্য প্রদান করে মানবিকতার হাত বাড়িয়ে দেন।জেলার বিশিষ্ট সমাজসেবী এবং এই সেবা প্রতিষ্ঠানের ভূমিদাতা সঞ্জিত রঞ্জন দাস এই কর্মসূচীতে হাজির ছিলেন।ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনের সভাপতি তথা পারিবারিক সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা সুদীপ্ত মণ্ডল বলেন সমাজের মানুষ হয়ে জন্ম নিলে মনুষ্যত্ব বোধ থাকবেই। কিন্তু আজ নানান কারনে মনুষ্যত্ব বোধ তলানিতে।ভালো মন্দ বিচার করার ক্ষমতা,বিবেক,মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধের মানসিকতাই মানবিকতা। আর সেই মূল্যবোধের হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে আমাদের মত সেবা প্রতিষ্ঠান গুলো,সেই জন্যই পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন কাঁথি শহর ও শহরতলির আশেপাশে ২৯ জন ভবঘুরেদের খুঁজে বের করে তাঁদের গায়ে কম্বল জড়িয়ে দেয়।সঙ্গে খাবার ও জলের বোতল দিয়ে একদিন পেটপুরে খাওয়ার আনন্দ দেন। ফাউন্ডেশনের এ এক নতুন ভাবনা।
নতুন আঙ্গিকে নতুন কম্বল বিতরন করে তাঁদের সেবা প্রদান করল বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত।এই সমাজসেবী সংস্হার কোষাধক্ষ্য বিশিষ্ট সমাজসেবী সৌরভ হাজরা বলেন প্রতি বছরই আমাদের এই অরাজনৈতিক সংগঠন এমন সেবা মূলক কর্মসূচী গ্রহণ করে থাকে,উনি এই কর্মকান্ডে যিনারা আর্থিক ও মানবিক সহযোগীতা করেছেন ওনাদের পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন।এই মহান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্হার সদস্যা তথা পারিবারিক সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা সুমিতা জানা, সদস্যা তথা ব্যবহারজিবী এ