পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক আয়কর দপ্তরের নোটিশ পেলেন। নোটিস দিয়ে তাঁর কাছ থেকে গত ২০১৭-১৮ আর্থিক বর্ষের আয়ব্যয় সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।
তৃনমূল নেতা সভাধিপাতি উত্তম বারিক জানিয়েছেন গত দুবছরের আয়ব্যয় সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে আয়কর দপ্তর।
সূত্রের খবর, জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক আয়ব্যয় সংক্রান্ত গরমিল পেয়েছে আয়কর দপ্তর। তিন বছর তিনি আয়কর রিটার্ন জমা দেননি বলেও অভিযোগ। সে কারণে আয়কর দপ্তরের নোটিস এসেছে উত্তম বারিকের কাছে । আগামী ৮ জানুয়ারি তাঁকে আয়ব্যয় সংক্রান্ত নথি পাঠানোর নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর।
এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের।আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃনমূল কর্মীদের মনোবল ভাঙ্গতে বিজেপি এই কান্ড ঘটাচ্ছে বলেও দাবি করেছে তৃনমূল।
উত্তম বারিক নিজেও জানিয়েছেন ৬-৭ বছর আগের কোন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে।এই সংক্রান্ত সমস্ত নথি আগেও দেওয়া হয়েছে।আবার দেওয়া হবে।