নৃত্যবিতানের সপ্তদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান । মেদিনীপুরের অগ্রণী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যবিতানের সপ্তদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন উপস্থিত দর্শক বৃন্দ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ্যক্ষা ও সম্পাদিকা বিশিষ্ট নৃত্যশিল্পী নবনীতা বসু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র নিলয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, রবীন্দ্র নৃত্য, আধুনিক নৃত্য সহ বিভিন্ন আঙ্গিকের নানা ধরনের নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপহার দেন নৃত্য বিতানের একঝাঁক কলাকুশলী। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবিকারাও নৃত্য পরিবেশনে অংশ নেন।
এই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি কেন্দ্রিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন “সৃজনী” র শিল্পীরা। শেষলগ্নে উপস্থাপিকা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “বাল্মীকি প্রতিভা” গীতিনাট্য টি। অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া, পুরপ্রধান সৌমেন খান, কোতয়ালী থানার আইসি আতিবুর রহমান, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি ও মদন মোহন মাইতি, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল,রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা ও সভাপতি জগবন্ধু অধিকারী, সংস্কৃতিপ্রেমী শান্তনু হালদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সাফল্য মন্ডিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নৃত্যবিতানের অধ্যক্ষা নৃত্যশিল্পী নবনীতা বসু।