এগরা দুই ব্লকের পানিপারুল ইয়ুথ ডেভেলপমেন্ট একাডেমি আয়োজিত কিউট কাপ ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো রবিবার। এদিন ব্যাট করে খেলার সূচনা করেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি।
উপস্থিত ছিলেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, এগরা ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বিদ্যাসাগর ব্যাংকের সম্পাদক দিনেশ প্রধান সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। এই খেলা চলবে তিনদিন ধরে। মোট আটটি দল খেলবে। এই খেলা দেখার জন্য এলাকার বহু ক্রীড়া প্রেমী মানুষজন জড় হয়।
Author: ekhansangbad
Post Views: ৮৩