যুব তৃণমূলের অঞ্চল কর্মীসভা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের ভাজাচাউলি অঞ্চলে। পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মীসভা শুরু হয়। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা, জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথির উপ পুর প্রধান সুপ্রকাশ গিরি, ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি, ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌরী শংকর মিশ্র,ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মিতা রানী সাহু,সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব।
আলোচনা হয় আগামীকাল অর্থাৎ ১লা জানুয়ারি দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে পালিত হবে। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। জনসংযোগ বৃদ্ধি করে মানুষের কাছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলি তুলে ধরতে হবে। যাতে মানুষ তৃণমূলকে ভোট দেয় তার জন্য মানুষকে বোঝানোর কাজ কর্মীবৃন্দকে করতে হবে।