Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজের জন্মদিন উপলক্ষে স্বস্ত্রীক এলেন রাজ্যপাল।

প্রদীপ কুমার সিংহ :নিজের জন্মদিন উপলক্ষে নরেন্দ্রপুর রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বস্ত্রীক এলেন।সেখানে তিনি ফুল মিষ্টি উপহার দিলেন ব্লাইন্ড স্টুডেন্টদের। তাদের সঙ্গে তিনি কেক কাটলেন লাঞ্চ করেন এবং গান ও গাইলেন। এটা করে তিনি খুব আনন্দিত হয়েছেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন
স্বরাষ্ট্রমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন।

রাষ্ট্রপতিও ফোন ফোন করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেন নি। নতুন বছরে বাংলার, জল মাটি সবকিছুর পুন্য হোক বলে জানান তিনি। এখানে এসে তার ভালো লেগেছে বলে জানান রাজ্যপাল।
হোম সেক্রেটারি ও চিফ সেক্রেটারি যারা নতুন হয়েছে তাদের শুভেচ্ছা জানান। তবে তারা তাদের কর্তব্যে যাতে অবিচল থাকেন তা স্মরণ করিয়ে দেন। কোনো দুর্নীতি যাতে না হয় সে বিষয়েও জানাও।


বিশেষভাবে সক্ষমদের সাথে কেক কেটে রবীন্দ্র সংগীত গেয়ে নিজের জন্মদিন পালন করলেন রাজ্যপাল। আজ দুপুর ১টা নাগাদ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে সস্ত্রীক আসেন রাজ্যপাল। স্কুল কতৃপক্ষের সাথে কথা বলেন। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এছাড়া ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পরিকাঠামো ঘুরে দেখেন। তারপর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্রদের সাথে কেক কাটেন, ররবীন্দ্রনাথ ঠাকুরের ”আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে” – এই গানে গলা মেলান সস্ত্রীক রাজ্যপাল। গভর্নর অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। ১ লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়। সার্টিফিকেট, মেমেন্টো ও বাচ্ছাদের কেক ও মিষ্টি নিয়ে আসেন রাজ্যপাল। রাজ্যপাল এই ব্লাইন্ড স্টুডেন্টদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে আসায় নরেন্দ্রপুরের ব্লাইন্ড বয়স একাডেমী ছাত্ররা খুবই আনন্দিত হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read