Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“গ্রীন দিঘা ক্লিন দিঘা ” কর্মসূচি পালন করা হয় দীঘায়।

নতুন দিঘার সৈকত সংলগ্ন পিকনিক স্পট গুলিতে “গ্রীন দিঘা ক্লিন দিঘা ” কর্মসূচি পালন করা হয়, দিঘা থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি।

দীঘা থানার আধিকারীক অভিজিৎ পাত্র সহ পুলিশ কর্মীরা এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন।



গত বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকে নতুন ইংরেজী বছরের প্রথম দিনের উৎসবে যোগ দিতে প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছিল সৈকত শহর দিঘায়।

এর ফলে বীচ সংলগ্ন এলাকায় ও পিকনিক স্পট গুলোতে নোংরা জমেছে। সমুদ্র সৈকত সহ দিঘা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করল দিঘা থানা। এই অভিযানে অংশগ্রহণ করে পূর্ব মেদিনীপুর রোড রেস এসোসিয়েশন এর প্রতিনিধি দল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read