Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামনগরের সম্মেলনে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ কুনাল ঘোষের।

শুভেন্দু অধিকারী বিয়ে পাগল হয়ে উঠেছে।তাই মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতেও শুভেন্দুর আপত্তি।রামনগরের আরএসএ ময়দানে তৃনমূলের কর্মী সম্মেলনে এই ভাষাতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমন করলেনরাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ।


পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে এলাকার বিধায়ক্তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি বলেন মান্দারমণিতে শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা হবে। এর আগে রামনগরে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিল। কিন্তু সভায় লোক হয়নি। । অখিল গিরি জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সব থেকে বড়ো ধর্মঘট হয়েছে গুজরাটে। তাই কেন্দ্রীয় সরকারের কালা আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলনে নামতে হবে। সামনের লোকসভা নির্বাচনে আমাদের উঠে দাঁড়াতে হবে। এদিনের সভায় রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, অমিত শাহ ও দিলীপ ঘোষ পচা শুভেন্দুকে নিয়েছেন। শুভেন্দু একটা বিশ্বাসঘাতক। বেইমান ও বিশ্বাসঘাতক শিশির অধিকারী। কুনালের নিশানায় পুরো অধিকারী পরিবার। তাঁর কটাক্ষ, শুভেন্দু অধিকারী চোর, গদ্দার, মীরজাফর, বেইমান। হঠাৎ হিন্দু সেজে ও ঢোল নিয়ে শুভেন্দু নিজে কীর্তনে বেরিয়েছে। এদিন কুনাল মঞ্চে গান গেয়ে বলেন, সারাজীবন চুরি করে শুভেন্দু সেজেছে যোগী। কুনালের ফতোয়া যে আপনারা টিভি দেখবেন না। তৃণমূলের মধ্যে কোন দ্বিধা ও দ্বন্ধ নেই। তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচটা প্রজন্ম তৈরি করে দিয়েছেন। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বিয়ে পাগল হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতেও শুভেন্দুর আপত্তি। সিপিএম, আইএসএফ ও কংগ্রেস বিজেপির ভাই। এরাজ্যে কংগ্রেস ও সিপিএম বিজেপির দালালি করছে। এদের ভোট দেবেন না। কুনাল ঘোষের দাবি, কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূলের ছিল, আছে এবং থাকবে। বিজেপি ধর্মকে ভোটের কাজে লাগিয়েছে। আমরা কাঁথি লোকসভা জিতব। সেখানে রামনগর বিরাট ভূমিকা নেবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read