সাতকাল সকালে খেজুরি তালপার্টি কোস্টাল থানার খেজুরি দুই ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেজুরিতে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হল পুকুর থেকে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খেজুরি ২ ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মিত্র দাবি করেছেন পশ্চিম ভাঙ্গনমারির বাসিন্দা শম্ভু দাস তৃণমূলের সক্রিয় কর্মী। তাকে খুন করা হয়েছে। তিনি জানিয়েছেন উৎপল দাস নামের এক বিজেপির সক্রিয় কর্মীর বাড়ি থেকে শম্ভু দাসের জামা ও জুতো পাওয়া গেছে। বাড়ির লোকেরা জানিয়েছে সন্ধ্যা থেকে শম্ভু বাড়ি ফেরেনি। চিন্তায় রাত কাটিয়েছে পরিবারের লোকেরা। বিজেপি নেতা পবিত্র দাস জানিয়েছেন যেকোনো মৃত্যুই দুঃখের। মৃত্যুকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে। যা কাম্য নয়।
এই ঘটনার সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত নয়। মৃত্যুকে নিয়ে ঘৃন্য রাজনীতি পছন্দ করছেন না তারা। খবর পেয়ে তালপার্টি কোস্টাল থানার পুলিশ এসে পুকুরে ভাসমান অবস্থায় থাকা শম্ভু দাসের মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ব্লক তৃণমূল নেতা শ্যামল মিশ্র জানিয়েছেন পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তাতার করুক এবং উপযুক্ত সাস্থির ব্যবস্থা করুক।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।