পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘার গেটওয়ে দশম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে বর্ণময় আলোকের ছটায় সাজিয়ে তোলা হয়েছে দিঘা গেটকে।
দিঘার গেটেওয়ে অবস্থিত মেরিন ড্রাইভ রাস্তার শুরুতে এবং দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের উপরে অবস্থিত। সদৃশ্য আলো সজ্জায় সজ্জিত গেটওয়ে দেখতে প্রচুর মানুষ ভিড় করে রাত্রিতে।
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাকে পর্যটকদের কাছ আকর্ষনীয় করতে এই গেট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালের ২৫ নভেম্বর উদ্বোধন করেছিলেন।
Author: ekhansangbad
Post Views: ১১৬