পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০ তম জন্মদিন উপলক্ষে দুই দিনের দিবা রাত্রির ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাঁথি ইন্দিরা ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো “দিদিকাপ”সিজন টু ।
শুক্রবার সকালে কেক কেটে দিবা রাত্রি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন কারাদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি। পাশাপাশি ব্যাটে করে ক্রিকেট প্রতিযোগিতার সূচনা করেন মন্ত্রী । এছাড়া উপস্থিত ছিলেন দিদিকাপ এর মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি।
এই নিয়ে দু’বছরে পা দিল ইন্দিরা ক্লাবের দিদিকাপ ক্রিকেট প্রতিযোগিতা। জানাগেছে, মেদিনীপুর জেলায় বিগ বাজেট ক্রিকেট খেলার মধ্যে অন্যতম হলো কাঁথির ইন্দিরা ক্লাবের দিদিকাপ। দু’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যের প্লেয়ারও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে বলে জানাগেছে।
দিদিকাপ ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে সকাল থেকে ভীড় উপচে পড়েছেকাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। এদিন এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করা হয়।
ইন্দিরা ক্লাবে অন্যতম সদস্য সুপ্রকাশ গিরি বলেন ” চ্যাম্পিয়ন দলকে তিন লক্ষ টাকা সহ ট্রফি, রানাস দলকে দু’লক্ষ টাকা সহ ট্রফি। এছাড়াও বাকি দুটি দলকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রত্যেক ম্যাচে সকল প্রতিযোগীদের খেলোয়ারদের জন্য আকর্ষণীয় পুরস্কারও রয়েছে। সারাবছর ইন্দিরা ক্লাবের ওই ক্রিকেট প্রতিযোগিতার অপেক্ষা করে থাকেন পূর্ব মেদিনীপুর বাসী “। আরও বলেন ” আজকে বিশেষ দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ৭০ তম জন্মদিন। যিনি সারাক্ষণ বাংলার কথা ভাবেন “।
কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি বলেন ” মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কেক কেটে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।