দেশপ্রাণ মহাবিদ্যালয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি দলশুক্রবার পরিদর্শনে এলেন। দেশপ্রাণ মহাবিদ্যালয় পরিদর্শনে উপস্থিত ছিলেন এই কলেজের প্রেসিডেন্ট তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। , কলেজ পরিচালনার কমিটির পক্ষ থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য কলেজের সভাপতি জ্যোতির্ময় কর আবেদন জানিয়ে ছিলেন।
সেই পরিপেক্ষিতে শুক্রবার ইন্ডিয়ান অয়েল এর সিনিয়র ম্যানেজার রাজীব মন্ডল এর নেতৃত্বে তিন প্রতিনিধি দল কলেজে এসে পরিদর্শন করেন ছাত্রীদের সঙ্গে কথা বলেন , পরিদর্শনের সময় সাথে ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর সহ অধ্যক্ষ ডাঃ সুবিকাশ জানা ও অন্যান্য অধ্যাপকগণ। এছাড়া প্রতিনিধি দল বীরেন্দ্রনাথ শাসমলে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে।
Author: ekhansangbad
Post Views: ১২৭