Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা বিরোধী নির্দেশ নামার বিরোধিতায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।

রাজ্য সরকারের ভুল শিক্ষানীতির ফলে শিক্ষাঙ্গন বিপন্ন। গরিব সাধারণ বাড়ির ছাত্রছাত্রীরা এবং শিক্ষকদের উপর সরকারি নির্দেশনামা আরো এক ভয়ংকর পরিণীতির দিকে এগিয়ে যাচ্ছে। গত ২৯.১২.২০২৩ তারিখে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক বিদ্যালয় গুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করেছেন, যাতে তাদের সরকারের কাছে আন্ডারটেকিং দিতে হবে। ২০২৩ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ডিএ(সি) ২৪১ /২৩ তারিখ ২৯/১২/২০২৩। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি প্রতিবাদ করছে ,এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। কারণ প্রধান শিক্ষকদের বলা হয়েছে ২০২৩ এ নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে বলে মুচলেকা(আন্ডারটেকিং ) দিতে হবে, যা প্রধান শিক্ষকদের উপর অমানবিক এবং নির্যাতনের শামিল।

এবিটিএ দাবি করে এই বিজ্ঞপ্তি পরিকল্পিতভাবে স্কুল ছুট সমস্যা প্রধানদ শিক্ষকদের উপর চাপিয়ে দিচ্ছে যা অনৈতিক। নানা কারণে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ির বাইরে থাকছে। ১০০ শতাংশ ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব নয় । শুধু তাই না বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল না । এইভাবে বিদ্যালয়ে প্রধানদের উপর নির্দেশ চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। মধ্যশিক্ষা পর্ষদের এই অসঙ্গত ,অমানবিক । স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মানিকতলায় ডিআই অফিস এবং কাঁথি মহাকুমার এ ডি আই অফিসের নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষে ডেপুটেশন দেওয়া হয়। তমলুকে ডেপুটেশনের বক্তব্য রাখেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা শাখার সম্পাদক রানা ভট্টাচার্য ,সমিতির নেতৃত্ব বিধানচন্দ্র ধাড়া, হলদিয়া মহাকুমা সম্পাদক , দেবাশীষ ধর।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read