অখন্ড মেদিনীপুর শিক্ষা, সাধনা ও বিপ্লবের ক্ষেত্র। শিক্ষা আনে চেতনা। তাই মেদিনীপুরে শিক্ষার ক্ষেত্রে জাগরণ এসেছে। সেই শিক্ষাকে প্রসারিত করার জন্য আমাদের পূর্ব পুরুষেরা বহু আন্দোলন করেছে। পূর্ব মেদিনীপুরের এগরার পাঁচরোল হাইস্কুলের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, জ্ঞানের কোন সীমা- পরিসিমা নেই। আমরা বিশ্বকে করোনার ভ্যাক্সিন দিয়ে মানুষকে বাঁচিয়েছি। আজ এয়ারপোর্ট, বন্দেমাতরম, মিসাইল দেশে তৈরি হয়েছে। সাংসদ দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, আজও স্কুলের পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। তাই গ্রামেগঞ্জেও প্রাইভেট স্কুলে পড়ছে বহু ছাত্রছাত্রী। রাজনীতির কারণের জন্য অনেক কিছুই আটকে আছে। তাই আমরা স্কুলগুলোতে পরিকাঠামোর জন্য কিছু করতে পারছি না। তবুও যতটা সম্ভব সাহায্য করার আমরা করছি। কয়েকটা স্কুলে আমরা স্মার্ট ক্লাসরুম তৈরি করবো।
তিনি এও জানিয়েছেন, এগরা, খড়গপুর ও মেদিনীপুর হাসপাতালে অত্যাধুনিক মেনিশ বসানোর চেষ্টা করছি। আগামীদিনে সবরকম তৈরি করার চেষ্টা করবো বলে দাবি দিলীপ ঘোষের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, পাঁচরোল হাইস্কুলের প্রধান শিক্ষক সৌরেন দাস, সমাজসেবী রুপক মিশ্র ও বিমল শীট প্রমুখ।