দেউলপোতা ভাগবত বালিকা বিদ্যালয় ও অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও স্কুলছুট পড়ুয়াদের স্কুল ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। খেজুরী-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার দেউলপোতা দেবনাথ পল্লীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল থেকে ছাত্রীদের শোভাযাত্রা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে সচেতনতা শিবিরের সূচনা হয়। ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের বাল্যবিবাহের কুফল বিষয়ে আলোচনা করেন উপস্থিত শিক্ষিকাগন।
উপস্থিত ছিলেন দেউলপোতা ভাগবত বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বিশাখা দাস, মমতাজ খাতুন, চৈতালি দাশ পণ্ডা, অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রীতম মহাপাত্র, অনিন্দিতা কামিলা, অয়ন মহাপাত্র, সনজিত খাটুয়া প্রমুখরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ভীষ্মদেব দাশ।