প্রদীপ কুমার সিংহ :- সরকারি স্টিকার লাগানো গাড়িতে ব্যক্তিগত ভাড়া খাটছে এমন দৃশ্য ধরা পড়ল দক্ষিণ,২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তত বারুইপুর পদ্মপুকুর ট্রাফিক বুতের কাছে। শনিবার সকালে ওই গাড়িটি কাকদ্বীপ থেকে গড়িয়া থেকে যাচ্ছিল। কোন বারুইপুর পদ্ম পুকুরের কাছে ট্রাফিক পুলিশ সেই গাড়ির দিকে সন্দেহ হয়।গাড়িটিকে দাঁড় করিয়ে করে জিজ্ঞাসা বাদ করলে গাড়ির ভেতরে থাকা যাত্রিরা বলেন রায়দিঘি এলাকায় গড়িয়া যাব বলে ভাড়া করেছি । গাড়িতে স্টিকার লাগানো ছিল গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই কথা জিজ্ঞেস করলে তারা কোন উত্তর দিতে পারেনি। গাড়ির ড্রাইভার কে জিজ্ঞাসা করলে তিনি বলেন রায়দিঘি এলাকায় গাড়িটি দুয়ারে সরকারে দেওয়া ছিল।
বারুইপুর পদ্মপুকুর ট্রাফিক গার্ডে হাতে নাতে ধরা পরল গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়িতে চলছে বেমালুম ভাড়া খাটা প্রশ্ন করলে মিলছে হুমকি রায়দিঘি থেকে ভাড়া করা হয় এই গাড়িটি ড্রাইভারের বক্তব্য যে এই গাড়ি মাঝে মাঝে চলে দুয়ার সরকার প্রকল্পের যখন চালু ছিল তখন চলেছিল।