Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মল্লার মিউজিক কলেজের পঁয়তাল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম পুরানো এবং স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান মল্লার মিউজিক কলেজের পঁয়তাল্লিশ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি প্রেক্ষাগৃহে। সমবেত অতিথিদের উপস্থিতিতে ধূপবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তাপস সিনহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা,সমাজসেবী সূব্রত সরকার, বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া,শিক্ষাব্রতী প্রশান্ত কুমার ধাড়া, সাহিত্যিক চিকিৎসক ডাঃ বিমল গুড়িয়া প্রমুখ।অনুষ্ঠানে মল্লারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে স্বাগত জানান সঙ্গীত শিল্পী আশিস সরকার , নৃত্য শিল্পী নন্দিতা সরকার ও নৃত্যশিল্পী দেবপ্রিযা সরকার।

আশিষ সরকারের নেতৃত্বে,পলি পাহাড়ির ভাষ্য পাঠে প্রাথমিক পর্বে সলিল চৌধুরীর লেখা দুটি কালজয়ী সঙ্গীত পরিবেশন করেন মল্লারের শিক্ষার্থীরা। নন্দিতা সরকারের ও দেবপ্রিয়া সরকারের তত্ত্বাবধানে লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, রবীন্দ্র নৃত্য,জুম্বা সহ বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন মল্লারের শিক্ষার্থীরা ও অভিভাবিকার। পাশাপাশি বর্ষীয়ান সঙ্গীত শিল্পী আশিস সরকারের তত্ত্বাবধানে পরিবেশিত হয় নানা ধরনের সঙ্গীত। সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে একটি মনোজ্ঞ নৃত্যালেখ্য উপস্থাপিত করা হয় মল্লারের পক্ষ থেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী জিৎ সরকার । গোটা অনুষ্ঠানটিতে তবলায় সহযোগিতা করেন সন্দীপ সরকার।সুললিত কন্ঠে গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী কুমারেশ দে। অনুষ্ঠান দেখতে মল্লারের শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা, শুভানুধ্যায়ীরা এবং মেদিনীপুরের সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে মল্লারের পক্ষ থেকে ধন্যবাদ জানান আশিস সরকার ও নন্দিতা সরকার।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read