পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেবেন্দ্র অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে মহিলা সংগঠন কে মজবুত করতে মহিলা সাংগঠনিক সভায় হল।
উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পন্ডা , কাঁথি সাংগঠনিক জেলার মহিলা নেত্রী রিজিয়া বিবি, কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি বিকাশ চন্দ্র বেজ কাঁথি সাংগঠনিক জেলার মহিলা সহকারী নেত্রী মিতা রানী সাউ , কাঁথি তিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দদুলাল মাইতি , কাঁথি তিন ব্লক মহিলা নেত্রী সাবিত্রী মণ্ডল , কাঁথি তিন ব্লক আইএনটিটিইউসি সভাপতি অশোক কুমার জানা, কাঁথি তিন ব্লক তপশীল সংগঠনের সভাপতি সুকুমার দোলাই , দেবেন্দ্র অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিবানী পণ্ডা সহ দেবেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, সহকারী সভাপতি, যুব সভাপতি, আইএনটিটিইউসি সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।সিদ্ধান্ত হয় কর্মীদের নিরলস প্রয়াসে লোকসভা নির্বাচন লড়াই করতে হবে।