Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল।

পূর্ব মেদিনীপুর জেলার সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। এই জয় লোকসভা নির্বাচনে প্রতিফলনে আশাবাদী তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকে জিনন্দপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃএর সাধারণ নির্বাচনে ৪০ টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ২৫টি। বিজেপি জয়লাভ করে ১৫ টি। বাদলপুর গ্রাম পঞ্চায়েতে ২৪ টা সিটের মধ্যে ১০টা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ টা সিটের মধ্যে ১৫টা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এই সমিতি তৃণমূল কংগ্রেস বোর্ড পুনরায় দখল করল। বর্তমান এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।

এলাকার জেলা পরিষদ সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র বলেন এই সমবায় নির্বাচন তৃণমূলের ঘুরে দাঁড়ানোর পেছনে নিদর্শন হয়ে দাঁড়ালো। তিনি বলেন এই দুটি পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও মানুষের কাছে আমরা জানিয়েছিবিজেপির হাতে কোন আর্থিক প্রতিষ্ঠান থাকা নিরাপদ নয়।মানুষ আমাদের কথায় বিশ্বাস করেছে সেই কারণে তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মানুষ বুঝতে পেরেছে বিজেপির দখলে পঞ্চায়েত থাকায় পরিষেবার কতটা ক্ষান্ত হয়েছে। যার কারনে মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। এটি তৃণমূলের বাড়তি পাওনা। তিনি বলেন এই দুটি পঞ্চায়েত থেকে তৃণমূল আগামী লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে তিনি আশাবাদী। ভোটে জয়ী হয়ে তৃণমূলের নেতাকর্মীরা সবুজ আবির্ মেখে জল লাশ করছেন। এর জন্য এলাকাবাসীকে কেন জানাচ্ছেন। তিনি বলেন এই জয় মমতা ব্যানার্জীর জয়। নিরলস মানুষের পাশে থাকার জন্য মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলকে কাছে নিয়েছে। তিনি এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং কর্মীদের ও অভিনন্দন জানিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read