Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্রের স্নানে নেমে তলিয়ে গেলেন কাঁথির যুবক।

সমুদ্রের স্নানে নেমে সলিল সমাধি হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ মিনয(১৯)।সূত্রের খবর সে কাঁথির মডেল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। জানা গেছে শনিবার সকালে চার বন্ধু মিলে বেড়াতে যায় কাঁথি এক ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বগুডান জালপাইতে। চার বন্ধু মিলে শনিবার বগুড়ানের একটি হোটেলে ওঠে। শনিবার দুপুরে চার বন্ধু মিলে সমুদ্র স্নানে নামলে শেখ মিনয সমুদ্রে তলিয়ে যায়। তারপর তিন বন্ধু মিলে বাড়ি পালিয়ে আসে।নিখোঁজ বন্ধুর পরিবারের লোকেরা তাদের জিজ্ঞাসা করলে তারা জানে না বলে। তারপর কাউন্সিলার দেবাশীষ পাহাড়ির হস্তক্ষেপে থানায় অভিযোগ জানানো হয়। জুনপুর উপকূলীয় থানা অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে।

তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার কথা স্বীকার করে। তারা মদ্যব্য অবস্থায় সমুদ্রে স্নানে নামে বলে স্বীকার করেছে। তারপর থেকে চলে তল্লাশি। কাউন্সিলর এর নেতৃত্বে কুড়ি পঁচিশ জন এলাকাবাসী বাইক সহযোগে এবং স্পিডবোট দ্বারা জলে ও স্থলে তল্লাশি চালায়। মন্দারমনি থানার ও সহযোগিতা নেয়া হয় বলে দেবাশীষ বাবু জানিয়েছেন। রবিবারও তার কোন খোঁজ মেলেনি। এই নিয়ে পরিবারের লোকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। দেবাশীষ বাবুবলেন কি ঘটেছে এখনো কিছুটা ধোঁয়াশায় আছে পুলিশের তদন্তকারী অফিসাররা। দেহ না পাওয়া গেলে কিছু বলা যাবে না। প্রশ্ন উঠেছে এটি খুন নাকি দুর্ঘটনা। ধন্দে রয়েছে পুলিশ ও পরিবারের লোকেরা। পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে। ফুটেজ ধরেই তল্লাশি চালাচ্ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read