সন্ত্রাস কবলিত এলাকায় প্রথমবার দলীয় কার্যালয় উদ্বোধন করলো গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়াবাড়ে ফিতে কেটে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা। এদিন দলীয় কার্যালয় উদ্বোধন করার পর বামুনিয়াবাড়ে একটি কর্মী সভায় যোগ দেন সুমিতা সিনহা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লোকসভা ভোটকে সামনে রেখে এই দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। মানুষ তৃণমূলকে এখানে পর্যদুস্ত করেছে তাই তাঁরা রাতের বেলা বাইক বাহিনী নিয়ে এলাকায় তান্ডব চালাচ্ছে। বিজেপি তৃণমূলকে ভয় পায়না। বরঞ্চ তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে। বাথুয়াড়ি আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ছে।
আগামী লোকসভা ভোটে মানুষ আমাদের সমর্থন করবে বলে আশাবাদী স্থানীয় বিধায়িকা সুনিতা সিনহা। কিন্তু স্থানীয় বিধায়ককে কাছে পেয়ে খুবই আপ্লুত স্থানীয় এলাকার বাসিন্দারা।এদিনের সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক অমলেশ পাহাড়ী, দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আনিসুর রহমান, তপন বর, অংশুমান জানা, বিষ্ণুপদ মাইতি।