আজ থেকে এগরার ঋষি বঙ্কিমচন্দ্র অঞ্চলের খালসুঁটিয়া আজাদ হিন্দ ক্লাবের চারদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে ৮টি টীম অংশগ্রহণ করবে। খেলার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী মানস করমহাপাত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী তথা সমাজসেবী ইকবাল মল্লিক, অমিতাভ জানা, অশোক মহাপাত্র , আজিজ খান প্রমুখ।
সভাপতিত্ব করেন সেক মান্নান। ক্লাবের সম্পাদক সেক আফরাজ ও পৃষ্ঠপোষক সেক তবরেজ সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক মানস করমহাপাত্র আজাদ হিন্দ ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ক্রীড়াপ্রেমীগনকে ধন্যবাদ জানান।
Author: ekhansangbad
Post Views: ১১২