আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দ্বারদঘাটন ও রামলার প্রাণ প্রতিষ্ঠান হবে ।সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শ্রী রাম জন্মভূমী তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রন পত্র ও মহাকলস প্রসাদী অক্ষয় চাল এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে। যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান।
কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণ পত্র সহ অযোধ্যার মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহা কলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে।
গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ।
Author: ekhansangbad
Post Views: ১০৪