কাঁথির জুনপুটে বগুড়ানজালপাইতে সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার উচ্চ মাধ্যমিক ছাত্রের দেহ উদ্ধার হল। দু’দিন পর নিখোঁজ থাকার পর সোমবার সকাল ৬ টা সময় শৌলা গঙ্গা মন্দিরে সামনে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। পরে পরিবারের লোকেরা মৃতদেহটি শনাক্ত করেন।
মৃত যুবক শেখ মিনাজ (১৯)। তাঁর বাড়ি কাঁথি শহরের ৫ নং ওয়ার্ডে মনোহরচক এলাকায় বাসিন্দারাশেখ কাঠির মডেল ইনস্টিটিউশন এর ছাত্র ছিল। সেই কারণে মডেল স্কুলের কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। শোকের ছায়া পরিবার ও স্কুলে। পুলিশ ময়নার প্রোগ্রামটির জন্য কাঁথি মহকুমা হাসপাতালে মৃতদেহ পাঠিয়েছে। মৃত্যু রহস্য তদন্ত শুরু করেছে পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ১৫১