Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্তার পাইলিং এর কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত অনুপ মাইতি ।।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের একটি গ্রামে রাস্তার কাজের পাইলিং এর কাজ দেখাশোনা করতে গিয়ে আক্রান্ত হলেন পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ মাইতি তথা প্রাক্তন তৃণমূলের প্রধান। দোষীদের গ্রেফতারের দাবিতে রামনগর থানায় উপস্থিত হয়েছেন বহু তৃণমূল সমর্থক। দোষী ব্যক্তির নাম তপন মাঝি ও রতন মাঝি।

ঘটনায় জানা যায় আজ সকালে দয়ানিধিবাড় এলাকায় একটি পাইলিং এর কাজ দেখাশোনা করতে গিয়ে তপন মাঝি ও রতন মাঝির দ্বারা আক্রান্ত হন পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ মাইতি। তার নাকে এবং হাতে চোট গুরুতর । এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়ানিধিবাড় এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় আজ সেই পাইলিং এর কাজ দেখতে যান অনুপ বাবু। তখনই এই তপন মাঝি ও রতন মাঝি তার উপর হামলা চালায়। যদি বা অভিযুক্ত জানিয়েছে, তিনি ব্যাপারটি তাকে জানাতে চেয়েছিলেন পাইলিং এর কাজ শুরু করার আগে ওই পুকুরটি শুকিয়ে দেওয়া হোক। সাধারণ গ্রামবাসীদের দাবি ওই ব্যক্তি উন্নয়নমূলক কাজে সব সময় বাধা দিয়ে থাকেন এবারও তাই অনুপ বাবুকে আক্রান্ত হতে হয়েছে।

স্থানীয় দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি বলেন যাবতীয় উন্নয়নমূলক কাজে ওই ব্যক্তি সবসময় বাধা দান করেন।আমি চাই দোষী ব্যক্তি শাস্তি পাক এবং পুলিশ যাতে দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে তা নাহলে আমরা আইনি পদক্ষেপে বা অবস্থান-বিক্ষোভে বসবো

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read