হলদিয়ায় ক্রেডিট সোসাইটি সমবায় নির্বাচনে বড় জয় লাভ করল বামেরা ।তৃনমূল ও বিজেপিকে পেছনে ফেলে জয় পেল বাম মনোনীত প্রার্থীরা ।
হলদিয়া পোর্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে বিজেপির প্রার্থীরা খাতা খুলতে পারল না । রাজ্যের শাসক দল মেরেকেটে ৩টি আসনে জয় লাভ করল । বেশীর ভাগ আসিনে জয় ছিনিয়ে নিল বামফ্রন্ট মনোনীত প্রগতিশীল জোট ।
জানা গেছে হলদিয়ায় ক্রেডিট সোসাইটির ১৫ টি আসনের মধ্যে ১২টি আসন পেয়ে জয় লাভ করেছে বাম প্রার্থীরা । ক্রেডিট সোসাইটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৭০ । এর মধ্যে ৬১৫ জন ভোটদান করে ।
Author: ekhansangbad
Post Views: ৯৮